• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
খাশোগি হত্যায় সৌদি সরকার জড়িত : এরদোগান

সাংবাদিক জামাল খাশোগি

ছবি : ইন্টারনেট

এশিয়া

খাশোগি হত্যায় সৌদি সরকার জড়িত : এরদোগান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৮

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি সরকার সরাসরি জড়িত বলে প্রথমবারের মতো অভিযোগ তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ওয়াশিংটন পোস্টের একটি আর্টিকেলে তিনি লিখেছেন, আমরা জানি খাশোগি হত্যার নির্দেশ সৌদি সরকারের সর্বোচ্চ স্তর থেকে দেওয়া হয়েছিল। এদিকে খাশোগি হত্যার ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে নরওয়ে সরকার। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আইনে এরিকসেন গত শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানান। খবর আলজাজিরা ও পার্স টুডে।

সৌদির সঙ্গে তুরস্কের ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের বিষয়টি তুলে ধরতে গিয়ে এরদোগান বলেন, এ ঘটনায় বাদশাহ সালমানের সম্পৃক্ততা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন না। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের দুই সংবাদমাধ্যমে বলা হয়, খাশোগি ‘বিপজ্জনক ইসলামপন্থি’ ছিলেন- হত্যার পরই যুক্তরাষ্ট্রকে ফোনে এমনটা জানিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয় খাশোগিকে। তবে তার মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। তুরস্কের তদন্তকারীদের ধারণা, প্রয়োজনীয় কাগজপত্র নিতে সৌদি কনস্যুলেটে ঢোকার পরপরই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরদোগানের দলের একজন শীর্ষ নেতা বলেছেন, তার ধারণা খাশোগির মৃতদেহ টুকরো টুকরো করে অ্যাসিডে গলিয়ে ফেলা হয়েছে।

তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা ইয়াসিন আকথে বলেন, খাশোগি হত্যাকাণ্ডের যৌক্তিক শেষ হতে পারে একটাই- হত্যাকারীরা তার মরদেহটি একেবারে ধ্বংস করে দিয়েছে। যাতে করে হত্যার কোনো হদিস বা আলামত না পাওয়া যায়। আমরা প্রথমে ভেবেছিলাম মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এ কারণে সহজে এটির খোঁজ পাওয়া যাবে না। কিন্তু এখন আমরা দেখছি, মরদেহটি শুধু টুকরোই করা হয়নি, অ্যাসিড দিয়ে পুড়িয়ে নির্মূলও করে দেওয়া হয়েছে। মরদেহের খোঁজ পেলে ফরেনসিক বা ময়নাতদন্ত করলে কিছু একটা বেরিয়ে আসত।

তুরস্ক প্রথম থেকেই খাশোগিকে হত্যা করা হয়েছে দাবি করে এলেও সৌদি অস্বীকার করে আসছিল। খাশোগি ইস্যুতে মিত্র দেশগুলোর কূটনৈতিক সম্পর্কে চিড় ধরতে শুরু করায় রিয়াদ স্বীকার করে কনস্যুলেটের ভেতরেই তাকে হত্যা করা হয়। কনস্যুলেটে ঢোকার পর খাশোগির সঙ্গে কর্মকর্তাদের হাতাহাতির এক পর্যায়ে ভুলবশত তিনি খুন হন বলে দাবি করে সৌদি।

মৃতদেহ কোথায় জানতে চাওয়া হলে সৌদি কর্তৃপক্ষ তা পাশ কাটিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ এ হত্যাআণ্ডে জড়িত রয়েছেন। এদিকে খাশোগি হত্যা ইস্যুতে সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে নরওয়ে সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইনে এরিকসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের কথা জানার পর থেকেই আমরা কয়েকবার সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি। ইস্যুটি আমরা কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছি আবারো তাকে তলব করে তা অবহিত করা হয়েছে। তবে নরওয়ের এসব কথার জবাবে সৌদি রাষ্ট্রদূত কী বলেছেন তা জানা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads