• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মস্কোয় প্রথমবারের মতো শান্তি আলোচনায় তালেবান

মস্কোয় প্রথমবারের মতো শান্তি আলোচনায় তালেবান

ছবি : ইন্টারনেট

এশিয়া

মস্কোয় প্রথমবারের মতো শান্তি আলোচনায় তালেবান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৮

আফগানিস্তানে কয়েক দশক ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে রাশিয়ার উদ্যোগে শুরু হয়েছে এক ঐতিহাসিক শান্তি আলোচনা। বৈঠকে আফগান সরকার, সংশ্লিষ্ট আন্তর্জাতিক পক্ষ ছাড়াও প্রথমবারের মতো যোগ দিয়েছে তালেবান। খবর বিবিসি। কাবুল এবং তালেবানের মধ্যে সরাসরি শান্তি আলোচনার অনুকূল পরিবেশ গড়ার লক্ষ্য নিয়ে গত শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোতে শুরু হয়েছে এ সম্মেলন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, তালেবানের পাশাপাশি আফগানিস্তানের হাই পিস কাউন্সিলের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সম্মেলনে সরাসরি আলোচনার পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।

মস্কোতে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ছাড়া অংশ নিচ্ছে চীন, পাকিস্তান, ইরান, ভারত ও মধ্য এশিয়ার কয়েকটি দেশ। এ সম্মেলনে প্রথমবারের অংশ নিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। আফগান হাই পিস কাউন্সিলের মুখপাত্র বলেন, তারা সরাসরি শান্তি আলোচনা শুরুর বিষয়ে তালেবানের সঙ্গে কথা বলেছেন। তাদের আলোচনার জন্য স্থান এবং সময় নির্ধারণ করারও আহ্বান জানানো হয়েছে। মস্কোর আমন্ত্রণে সাড়া দিয়ে শান্তি আলোচনায় তালেবান উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, এই আলোচনা কোনো নির্দিষ্ট পক্ষের সঙ্গে দরকষাকষি নয়।

তবে পশ্চিমা ও আফগান সরকার মস্কো আলোচনাকে সন্দেহের চোখে দেখছে। তাদের আশঙ্কা এর মধ্য দিয়ে চলমান অন্যান্য শান্তি উদ্যোগ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই আলোচনায় আঞ্চলিক শক্তিগুলো অংশ নেওয়ায় এর তাৎপর্যও বেড়েছে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে তালেবান নেতারা পাকিস্তান ও চীনসহ অন্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করছেন।

যুক্তরাষ্ট্র এর আগে রাশিয়ার উদ্যোগে শুরু হওয়া শান্তি আলোচনার প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছিল। তারা তালেবানের সঙ্গে নিজস্ব উদ্যোগে সরাসরি আলোচনা চালাচ্ছিল। সেই যুক্তরাষ্ট্রও সম্মেলনে প্রতিনিধি পাঠিয়েছে। এ ছাড়া তালেবানের সঙ্গে আলোচনায় বসার প্রশ্নে ভারতের অবস্থানও পরিবর্তন হয়েছে। নয়াদিল্লি অতীতে তালেবানের সঙ্গে শান্তি আলোচনার বিরোধী ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা সম্মেলনটি ইতিবাচক হিসেবে দেখলেও এখনই এ থেকে কোনো চটজলদি ফল আসবে না বলেই মনে করছে। তাদের মতে, রাশিয়ায় তালেবান ও আফগান প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে  যে এক সম্মেলন কক্ষে শান্তি আলোচনার জন্য বসেছে, এটিই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, তালেবান-রাশিয়ার মধ্যে দীর্ঘ শত্রুতার ইতিহাস আছে। যদিও সাম্প্রতিক বছরগুলো তাদের মধ্যে দূরত্ব কমে এসেছে। বিভিন্ন ইস্যুতে দুই পক্ষই আলোচনা করছে। ওদিকে, যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনী আফগানিস্তানে এক দশকেরও বেশি সময় ধরে তালেবানের বিরুদ্ধে লড়াই করে আসছে। আবার রাশিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের পুরোপুরি আস্থার সম্পর্ক এখন আর নেই বললেই চলে। ফলে এ পক্ষগুলোর একসঙ্গে আলোচনায় বসার ঘটনাটি খুবই তাৎপর্যপূর্ণ। এ সম্মেলনের আয়োজন করে আফগান ইস্যুতে কূটনৈতিক পন্থাকে সামনে আনতে চাওয়ার ইঙ্গিত দিচ্ছে রাশিয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads