• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সৌদির কাছে অস্ত্র বিক্রি স্থগিত করল নরওয়ে

সৌদির কাছে অস্ত্র বিক্রির লাইসেন্স স্থগিত করেছে নরওয়ে

ছবি : ইন্টারনেট

এশিয়া

সৌদির কাছে অস্ত্র বিক্রি স্থগিত করল নরওয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৮

সৌদি আরবের কাছে অস্ত্র রফতানিকারক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে নরওয়ে। স্থানীয় সময় গত শুক্রবার দেশটি এই ঘোষণা দেয়। সৌদি আরবের অভ্যন্তরীণ ও ইয়েমেন পরিস্থিতির কারণে এই পদক্ষেপ নিয়েছে নরওয়ে। এ খবর জানিয়েছে আল জাজিরা।

এক বিবৃতিতে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এরিকসেন সোয়েরেইড বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত্ত নিয়েছি সৌদি আরবের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক কাজে ব্যবহূত বহুমুখী সামগ্রী রফতানির নতুন কোনো লাইসেন্স দেওয়া হবে না।

বিবৃতিতে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের কথা সরাসরি কিছু বলা হয়নি। তবে এতে বলা হয়েছে, সৌদি আরবের সাম্প্রতিক ঘটনাবলি ও ইয়েমেনের অস্পষ্ট পরিস্থিতির বিস্তারিত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাশোগি হত্যা ইস্যুতে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে তলবের এক সপ্তাহ পর অসলো এই সিদ্ধান্ত ঘোষণা করল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads