• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সুকির পুরস্কার প্রত্যাহার করে নিচ্ছে দ. কোরীয় ফাউন্ডেশন

মিয়ানমারের নেতা অং সান সুকি

ছবি : ইন্টারনেট

এশিয়া

সুকির পুরস্কার প্রত্যাহার করে নিচ্ছে দ. কোরীয় ফাউন্ডেশন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০১৮

মিয়ানমারের কার্যত নেতা অং সান সুকিকে ২০০৪ সালে দক্ষিণ কোরিয়ার অন্যতম মানবাধিকার সংগঠনের দেওয়া পুরস্কার তারা প্রত্যাহার করে নেবে। সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের ব্যাপারে তার উদাসীনতার কারণে তারা এটি তুলে নিচ্ছে। আজ মঙ্গলবার আয়োজকরা একথা জানান। সামরিক জান্তার হাতে গৃহবন্দি থাকায় সুকি ওই সময় গোয়াংঝু মানবাধিকার পুরস্কার গ্রহণ করতে পারেননি। তার দল মিয়ানমারের ক্ষমতা গ্রহণের পর শান্তিতে নোবেল জয়ী এ নেত্রী স্টেট কাউন্সিলরের উপাধি পান। কিন্তু রোহিঙ্গাদের ওপর চরম নৃশংসতা চলাকালে গণতন্ত্রের পক্ষের এক সময়ের সদা সোচ্চার থাকা এ নেত্রী একেবারে উদাসীন থাকায় তাকে জোরালোভাবে অভিযুক্ত করা হচ্ছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য করে চালানো গণহত্যা এখনো অব্যাহত রয়েছে।

মেমোরিয়েল ফাউন্ডেশনের মুখপাত্র চো জিন-তায়ে এএফপি’কে বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার ব্যাপারে তার উদাসীনতা এ পুরস্কারের মূল্যবোধ পরিপন্থী।’ তিনি আরো জানান, এর ফলে ফাউন্ডেশনের বোর্ড সোমবার সুকির এ পুরস্কার প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads