• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
এবার আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সৈন্য

ছবি : ইন্টারনেট

এশিয়া

এবার আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ ডিসেম্বর ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আফগানিস্তান থেকেও মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। এর আগে তিনি সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন।

ট্রাম্পের ঘোষণার পরপরই মার্কিন সেনাদের সিরিয়া থেকে প্রত্যাহারের প্রস্তুতি নিতে দেখা যায়।

এবার আফগানিস্তান থেকে প্রায় অর্ধেক সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জানা গেছে, আফগানিস্তান থেকে প্রায় ৭ হাজার সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা দেশটিতে অবস্থানরত মার্কিন সেনার প্রায় অর্ধেক। একমাসের মধ্যে এই সেনাদের ফিরিয়ে নেওয়া হতে পারে বলে জানা গেছে।

নির্দেশ মোতাবেক দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর ঠিক একদিন পরেই এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিলেন ট্রাম্প।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads