• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আর যেন ‘বন্ধু দেশে’র মর্যাদা না পায় পাকিস্তান

পাকিস্তান ম্যাপ ও মার্কিন কংগ্রেস লোগো

এশিয়া

মার্কিন কংগ্রেসে বিল পেশ

আর যেন ‘বন্ধু দেশে’র মর্যাদা না পায় পাকিস্তান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৪ জানুয়ারি ২০১৯

আমেরিকার ‘বন্ধু দেশ’ হিসেবে এখন যে মর্যাদা পায় পাকিস্তান, তা কেড়ে নেওয়ার জন্য মার্কিন কংগ্রেসে একটি বিল আনা হয়েছে। ‘রেজ্যুলেশন-৭৩’ নামের ওই বিলটি রিপাবলিকান পার্টির সদস্য অ্যান্ডি ব্রিগস মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে উপস্থাপন করেছেন। বিলে বলা হয়েছে- পাকিস্তানকে যদি ফের ওই মর্যাদা দেওয়া হয়, তাহলে যেন কিছু কড়া শর্ত আরোপ করা হয়। এ ব্যাপারে আলোচনা ও যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিলটিকে পাঠানো হয়েছে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের বিদেশবিষয়ক কমিটিতে। বিলটির প্রস্তাব, পাকিস্তানকে ফের ওই মর্যাদা দেওয়ার আগে কংগ্রেসে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানাতে হবে ‘হাক্কানি’ নেটওয়ার্কের জঙ্গিদের গোপন আস্তানাগুলো ভেঙে দেওয়া এবং ইসলামাবাদ ও কাবুলের মধ্যে জঙ্গিদের যাওয়া-আসা বন্ধ করতে ইসলামাবাদ কতটা আন্তরিকভাবে সেনা অভিযান চালাচ্ছে। তার সাফল্য কতটা। পাক-আফগান সীমান্তে হাক্কানি নেটওয়ার্কের গতিবিধি নিয়ন্ত্রণ করার প্রয়াসে ইসলামাবাদ কতটা সহায়তা করছে কাবুলকে, তা জানাতে হবে মার্কিন কংগ্রেসে। আর এসব ব্যাপারে কংগ্রেসে মার্কিন প্রশাসনের প্রশংসাপত্র দাখিল করাটাও জরুরি বলে মনে করেন তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads