• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আফগানিস্তানে তালেবান হামলায় শতাধিক নিরাপত্তা কর্মী নিহত

সংগৃহীত ছবি

এশিয়া

আফগানিস্তানে তালেবান হামলায় শতাধিক নিরাপত্তা কর্মী নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ জানুয়ারি ২০১৯

আফগানিস্তানে একটি সামরিক ঘাঁটিতে তালেবানের গাড়ি বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১২৬ সদস্য নিহত হয়েছে।  আজ সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ময়দান ওয়ারডাকে এ হামলার ঘটনা ঘটে।

কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় ১২৬ জন মারা গেছেন। এদের মধ্যে আটজন ছিল বিশেষ কমান্ডো।

তিনি বলেন, সোমবার সকালে হামলাকারীরা বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে একটি সেনা চেকপোস্ট মাড়িয়ে ন্যাশনাল ডিরেক্টোরেট অব সিকিউরিটির (এনডিএস) প্রশিক্ষণ ক্যাম্পাসে সেটির বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর দুইজন বন্দুকধারী সামরিক ঘাঁটিতে প্রবেশ করে বহু আফগান সৈন্যকে গুলি করে হত্যা করে। আর সেনারা পাল্টা গুলি চালিয়ে দুই বন্দুকধারীকে হত্যা করে।

 এ হামলার দায় স্বীকার করে করেছে তালেবান। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, হামলায় ১৯০ জন নিহত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads