• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
‘সাক্ষীগোপাল নই আমি’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

ছবি : সংরক্ষিত

এশিয়া

‘সাক্ষীগোপাল নই আমি’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০১৯

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, আমি কোনো সাক্ষীগোপাল নই। অন্য কোনো দল আমার দল বা আমাকে পরিচালিত করছে- এমনটাই ভাবা ঠিক নয়। সম্প্রতি পরিচালিত এক জরিপের ফলে বলা হয়েছে, ডেমোক্র্যাটিক অ্যাকশন পার্টি (ড্যাপ) দ্বারা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দল পাকাতান হারাপান পরিচালিত হচ্ছে। খবর বিবিসি ও আলজাজিরা।

দেশব্যাপী পরিচালিত ওই জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশ মানুষের মতে পাকাতান সরকারের কর্মযজ্ঞে তারা সুখী নন। এ বিষয়ে পুত্রজায়ায় মাহাথিরের কাছে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, ড্যাপ দ্বারা জোট পরিচালিত হচ্ছে এবং সেখানে তিনি কেবল একটি পুতুল- এমন জরিপ হচ্ছে অলৌকিক। তিনি বলেন, আমি কখনো সাক্ষীগোপাল ছিলাম না এবং এখনো নই। অনেক মালয়ের সঙ্গে আমি কথা বলেছি। জরিপের ফলে যে দাবি করা হয়েছে তা ঠিক নয়। শতকরা হিসেবে অত্যন্ত ছোট্ট একটা অংশ এমন ধারণা পোষণ করতে পারে। এটা আমাদের গায়ে কালিমা লাগাতে বিরোধী দলের প্রচারণার অংশ মাত্র। পারডানা লিডারশিপ ফাউন্ডেশনে গত শুক্রবার এসব কথা বলেন তিনি।

জরিপে আরো উঠে আসে, অধিকাংশ মানুষ মনে করে, পুত্রজায়ায় ড্যাপের প্রচেষ্টার কারণেই অমুসলিমরা সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads