• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কালো তালিকাভুক্ত হলো সৌদি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)

ছবি : সংগৃহীত

এশিয়া

কালো তালিকাভুক্ত হলো সৌদি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি ২০১৯

অর্থপাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সন্ত্রাসবাদে অর্থায়ন ও অবৈধ অর্থপাচার ঠেকাতে ব্যর্থ বিশ্বের কয়েকটি দেশকে কালো তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর এই কালো তালিকা আগামী সপ্তাহে চূড়ান্ত অনুমোদন পাবে। গতকাল বুধবার এক বিবৃতিতে ইইউ এ তথ্য জানিয়েছে।

ইইউ এক বিবৃতিতে বলছে, এই তালিকার লক্ষ্য হচ্ছে অর্থপাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়নের ঝুঁকি আরো ভালোভাবে ঠেকাতে ইইউর আর্থিক ব্যবস্থাকে রক্ষা করা। কালো তালিকাভুক্তির ফলে ইইউর অর্থপাচারবিরোধী আইনের আওতায় যেসব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তারা উচ্চ ঝুঁকিপূর্ণ এসব দেশের গ্রাহক এবং প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করবে।

কালো তালিকায় সৌদি ছাড়াও রয়েছে আফগানিস্তান, আমেরিকান সামোয়া, দ্য বাহামাস, বতসোয়ানা, উত্তর কোরিয়া, ইথিওপিয়া, ঘানা, গুয়াম, ইরান, ইরাক, লিবিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, পানামা, পুয়ের্তো রিকো, সামোয়া, শ্রীলঙ্কা, সিরিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, তিউনিশিয়া, যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপ ও ইয়েমেন। মূলত নিজেদের অর্থব্যবস্থায় কালো টাকার উপস্থিতি বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতেই এ ব্যবস্থা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সূত্র : আনাদলু এজেন্সি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads