• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পাকিস্তানকে পানি দেবে না ভারত

এবার পাকিস্তানকে পানিতে মারবে ভারত

ছবি : সংগৃহীত

এশিয়া

পাকিস্তানকে পানি দেবে না ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০১৯

ভারতের জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে জবাব দিতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে নয়াদিল্লি। গত বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় পরিবহন ও পানিসম্পদমন্ত্রী নীতিন গড়করি বলেন, পাকিস্তানে বহমান পূর্বাঞ্চলীয় নদীগুলোর গতিমুখ কাশ্মীর ও পাঞ্জাবের দিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

গত বৃহস্পতিবার এক টুইট বার্তায় নীতিন গড়করি জানান, পাকিস্তানে পানি যাওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নদীর পানির দিক পরিবর্তন করে তা জম্মু-কাশ্মিরের বাসিন্দাদের দেওয়া হবে। নীতিন আরো বলেন, ভারতের যে নদীগুলোর পানির ভাগ পাকিস্তানকে দেওয়া হতো, সেগুলো আর দেওয়া হবে না। তার পরিবর্তে সেই পানি ভারতের জম্মু-কাশ্মীর ও  পাঞ্জাবের বাসিন্দাদের দেওয়া হবে। ভারতের সাহাপুর এবং কান্ডিতে রাভী নদীর ওপর বাঁধ তৈরি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এই ঘোষণার পর পাকিস্তান বলেছে, ভারত যদি পূর্বাঞ্চলের বিয়াস, সুতলেজ এবং রাভি নদীর পানি পাকিস্তানকে না দেয় তাতে তারা একটুও চিন্তিত নয়। কেননা সিন্ধু পানি চুক্তি অনুযায়ী ভারত তা করতেই পারে। কিন্তু ভারত যদি পশ্চিমাঞ্চলীয় নদী চেনাব, সিন্ধু এবং ঝিলম নদীর পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে তাহলে আমরা অবশ্যই প্রতিবাদ জানাব। কেননা, ওই নদীগুলোর পানি ব্যবহারের পূর্ণ অধিকার রয়েছে আমাদের। ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তিতেই আমরা ভারতকে পূর্বাঞ্চলীয় নদীগুলোর পানি ব্যবহারে পূর্ণ অধিকার দিয়েছি। ফলে তারা যদি এখানে সেটা করতে চায় বা নাও চায় তাতে আমাদের কোনো সমস্যা নেই।

গত সপ্তাহে কাশ্মিরের পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর পাকিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের হামলার পর থেকে অবনতি ঘটছে দিল্লি-ইসলামাবাদ সম্পর্কের। সন্ত্রাস ও জঙ্গিবাদকে মদদ দেয়ায় পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা গ্রহণ করছে ভারত।

ভারতের কেন্দ্রীয় পরিবহন ও পানিসম্পদমন্ত্রী নীতিন গড়করি জানান,  বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালের ভারত পাকিস্তানের সিন্ধু জল চুক্তি অনুযায়ী, তিনটি নদী আমাদের ও অপর তিনটি নদী পাকিস্তানকে দেওয়া হয়। আমাদের নদীর পানি পাকিস্তানের দিকেও বহমান। ওই তিনটি নদীর গতি মুখ ঘুরিয়ে দিতে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি আমরা। একই সঙ্গে সব নদীর পানি আমরা যমুনা নদীতে ফিরিয়ে আনব।

শুধু নদীর গতিপথ পরিবর্তনই নয়, পুলওয়ামা হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে আরো কঠোর ও বড় ধরনের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে ভারত। গত বৃহস্পতিবার । দিল্লিতে এক অনুষ্ঠানে সে আভাসই দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারতীয় নিরাপত্তাবাহিনীর ওপর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনগণের পক্ষ থেকে যে দাবি দাওয়া আসছে তা যথাসময়ে কড়ায় গণ্ডায় দেশটিকে বুঝিয়ে দেওয়া হবে।

তবে ভারত যদি পাকিস্তানের ওপর কোন ধরনের হামলা করে সেক্ষেত্রে তার সমুচিত জবাব দেয়ার হুশিয়ারি দিয়েছেন দিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানে হামলা হলে ভারতকে পাল্টা জবাব দিতে গত বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা বাহিনীকে সামরিক ব্যবস্থা নেয়ার অনুমোদন দেন তিনি।

বার্তা সংস্থা এপি জানায়, ভারতের যেকোনো ধরনের আক্রমণ প্রতিরোধে দেশটির বিরুদ্ধে তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নিতে পাকিস্তানি সেনাবাহিনীকে অনুমতি দিয়েছেন ইমরান খান। নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক শেষে সেনাবাহিনীকে হামলার অনুমোদনের পাশাপাশি আবারো পুলওয়ামা হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads