• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

সংগৃহীত ছবি

এশিয়া

ভারতকে আলোচনায় আসার আহ্বান ইমরান খানের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি ২০১৯

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এবং সহিসংতা বন্ধ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  আজ

বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

ইমরান খান বলেন, যুদ্ধ জাতির জন্য উপকার বয়ে আনে না, উপলব্ধি এনে দিতে পারে।

ভারতকে উদ্দেশ্য করে ইমরান খান বলেন, 'আসুন আলোচনার টেবিলে বসি। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করি।'

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আত্মঘাতী হামলায় সেনাবাহিনীর ৪০ জনেরও বেশি সদস্য নিহত হয়।  এ ঘটনাকে কেন্দ্র করে পারমাণবিক ক্ষমতাধর দু’রাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনা শুরু হয়।

ভারতের অভিযোগ, পাকিস্তান সরকারের মদদে চলা জঙ্গিগোষ্ঠী এ হামলা চালিয়েছে।  ইমরান খান সেই ঘটনার পেছনে দায়ীদের খুঁজে বের করতে আবারও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

পুলওয়ামা হামলার জবাব দিতে মঙ্গলবার ভোররাতে পাকিস্তানের ভেতরে অভিযান চালায় ভারত। সেখানে তাদের অভিযানে ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি ভারতের। তবে পাকিস্তান তা প্রত্যাখ্যান করেছে।

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে বুধবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানের একটি এবং পাকিস্তানের পক্ষ থেকে ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করেছে; তবে ভারত পাইলটসহ একটি বিমান নিখোঁজ হওয়ার কথা স্বীকার করেছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads