• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিলেন ইমরান খান

ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান

সংগৃহীত ছবি

এশিয়া

ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিলেন ইমরান খান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি ২০১৯

ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বৃহস্পতিবার দেশটির সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ইমরান খান বলেন, বুধবার আটক ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে ‘শান্তির জন্য’ ছেড়ে দেবে পাকিস্তান।

ইমরান খানের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, ‘গতকাল আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলার চেষ্টা করেছি যে, আমরা বাড়াবাড়ি চাই না। তার মানে এই নয় যে আমরা ভয় পেয়েছি।’

তিনি বলেন,আমাদের কাছে ভারতের এক বৈমানিক রয়েছে। শান্তির জন্য আমরা তাকে আগামীকাল শুক্রবার মুক্তি দেবো।’

এর আগে বুধবার পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেন, ভারত তাদের দেশের সীমান্ত অতিক্রম করার পর তাদের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী। একই সাথে বিমানের উইং কমান্ডার অভিনন্দনকে আটক করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়, আটকের আগে অভিনন্দন পাকিস্তানের দুজন পাইলটকে গুলি করে হত্যা করে এবং এফ-১৬ বিমান ভূপাতিত করে।

সরকার পাকিস্তানের দূতকে তলব করে এবং পাইলটকে দ্রুত ও নিরাপদে ফেরত দেয়ার দাবি জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads