• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
রাতারাতি হিরো ইমরান খান

পকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

ছবি : সংগৃহীত

এশিয়া

রাতারাতি হিরো ইমরান খান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০২ মার্চ ২০১৯

একটি মাত্র সিদ্ধান্ত- তাতেই নাটকীয় মোড় নিল কাশ্মির ইস্যু। বরফ গলতে শুরু করেছে গত দুই সপ্তাহ ধরে চলা উত্তেজনার। একটি সিদ্ধান্ত, একটি ঘোষণা দিয়েই বিশ্বের দরবারে রাতারাতি হিরো হয়ে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আটক ভারতীয় পাইলটকে মুক্তির ঘোষণা দেওয়ার পর বিশ্বের নানা প্রান্ত থেকে আসা অভিনন্দন বার্তায় ভাসছেন তিনি। খবর : ডন, টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা।

জম্মু ও কাশ্মিরের পুলওয়ামায় হামলাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যকার যুদ্ধাবস্থায় গত বৃহস্পতিবার আটক ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে ছেড়ে দেওয়ার কথা জানান ইমরান খান। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ইসলামাবাদের এই পদক্ষেপ খুবই প্রশংসনীয়। উত্তেজনা নিরসনে দুই পক্ষকেই সংযত আচরণের পরামর্শ দেন তিনি। এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, উত্তেজনা নিরসনে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ বিবেচনায় নিতে আমরা দুই পক্ষকেই আহ্বান জানিয়েছি।

ভারতকে শান্তির প্রস্তাব এবং অভিনন্দনকে মুক্তি দেওয়ায় ইমরানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইমরান বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে ভাষণ দেন। ভাষণে তিনি শান্তির পক্ষে নিজেদের জোরালো অবস্থান ব্যক্ত করেন। ভারতকে শান্তির প্রস্তাব দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন মনোভাবের প্রশংসা করেছেন এরদোগান।

ইমরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন খোদ ভারতেরই অনেক রাজনীতিক থেকে শুরু করে বিশিষ্টজন। কাশ্মির ইস্যুতে শুরু থেকেই ইমরান মাথা ঠাণ্ডা রেখে পদক্ষেপ নিয়েছেন। সর্বশেষ শুক্রবার যে তিনি ভারতীয় পাইলট অভিনন্দনকে ছেড়ে দিলেন, সেটিকেও শান্তির আকাঙ্ক্ষার পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। ইমরানকে ‘সত্যিকার রাষ্ট্রনায়ক’ বলে পাকিস্তানের বিরোধী দল থেকে শুরু করে সবাই প্রশংসা করেছেন।

ভারতের সাবেক ক্রিকেটার ও রাজনীতিক নভোজিৎ সিং সিধু ইমরানের প্রশংসা করে টুইট করেছেন। তিনি লেখেন, প্রত্যেক মহৎ কাজই তার নিজের জন্যই একটি রাস্তা বাতলে দেয়। ইমরান-তোমার শুভেচ্ছার নিদর্শন (পাইলটের মুক্তি) কোটি জনতার জন্য ‘এক কাপ জয়’, একটি জাতির আনন্দ। আমি তার মা-বাবার জন্য আনন্দিত এবং তোমার (ইমরান) প্রতি ভালোবাসা। ইমরানের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ভারতের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি বলেন, পাইলট অভিনন্দনকে দ্রুত ছেড়ে দেওয়ার পদক্ষেপে আমি খুবই খুশি। এই যে মঙ্গল পদক্ষেপ নেওয়া হলো, এটা যেন দীর্ঘস্থায়ী হয়।

ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মারকান্দে কাটজু টুইটে বলেন, এমন উত্তেজনার মুহূর্তেও শুরু থেকেই বিজ্ঞ এবং সংযত বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সর্বশেষ পাইলটকে ছেড়ে দেওয়ার ঘোষণার মাধ্যমে তিনি সত্যিই মহত্ত্বের পরিচয় দিয়েছেন। আশা করছি, এই পদক্ষেপের মাধ্যমেই দু’দেশের মধ্যকার উত্তেজনা চিরতরে শেষ হবে। ভারতের ফটোসাংবাদিক স্মিতা শর্মা ইমরানের প্রশংসা করে টুইট করেছেন। তিনি লেখেন, অভিনন্দনের ফিরে আসার কথা শোনার পর মনে হলো চারপাশের সব শব্দই যেন শান্ত, কবির বাণী হয়ে ফুটছে। ধন্যবাদ ইমরান খান।

ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক ও সাবেক কর্নেল আজাজ শুক্লা ইমরানের এই পদক্ষেপে পাকিস্তানের বিজয় হয়েছে বলে প্রশংসা করেন। বলেন- ইমরানের ঘোষণার পরই ভারতের সেনাবাহিনী তাদের ব্রিফিং পিছিয়ে দেয়। প্রকৃতপক্ষে যুদ্ধে কি হতো তা জানি না। কিন্তু, আপাতত অংশীদারিত্বের এই রণে সম্পূর্ণভাবে বিজয়ী ইসলামাবাদ। দেশটির জনসংযোগ দফতর প্রত্যেক পদক্ষেপে আমাদের চেয়ে এগিয়ে ছিল। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রকৃত রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করেছেন। টুইটে লেখেন, আজ সত্যিকার রাষ্ট্রনায়কের ভূমিকা নিয়েছেন।

এখন আমাদের রাজনৈতিক নেতৃত্বের বর্তমান সঙ্কট নিরসনে এগিয়ে আসা উচিত। জম্মু-কাশ্মিরের মানুষ অকল্পনীয় গারদে বসবাস করছে। আমরা আর কত নির্যাতন সইব?’ ভারতের নোবেল বিজয়ী কৃষাণ পার্থিব সিং বলেন, প্রতিপক্ষের বিরুদ্ধে সম্পূর্ণভাবে জয়লাভ করেছেন ইমরান। এর আগে ভারতের বিপক্ষে কখনো কোনো পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এভাবে জিততে দেখিনি।

নিজ দেশেও প্রশংসার বন্যায় ভাসছেন ইমরান। আততায়ীর গুলিতে নিহত দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ভাতিজি ফাতিমা ভুট্টো টুইটে ইমরানের সিদ্ধান্তকে সাহসী এবং মানবিক বলে আখ্যায়িত করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতও ইমরান খানের পদক্ষেপের প্রশংসা করেছে। এর আগে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলার পর যেভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাহবা দেওয়া হচ্ছিল, এখন যেন এক নিমেষেই উবে গেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads