• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বিশ্বনেতাদের নিন্দা

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের লাশ

ছবি : সংগৃহীত

এশিয়া

শ্রীলঙ্কা ট্র্যাজেডি

বিশ্বনেতাদের নিন্দা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৯

শ্রীলঙ্কায় গত রোববার ভয়াবহ বোমা হামলায় ২৯০ জন নিহতের ঘটনায় ভারত, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন। খবর বিবিসি, টাইমস অব ইন্ডিয়া ও আলজাজিরা।

ইস্টার সানডেতে একের পর এক বোমা হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী তীব্র নিন্দা জানিয়েছেন। টুইটে তিনি বলেন, শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের এই অঞ্চলে (দক্ষিণ এশিয়া) এমন বর্বরতার কোনো জায়গা নেই। ভারত দেশটির সাধারণ মানুষের পাশে আছে। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পৃথক এক টুইটে বলেছেন, শ্রীলঙ্কার প্রতি আমরা পূর্ণ সহমর্মিতা জানাচ্ছি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে হামলাকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করেছেন। টুইটে বলেছেন, শ্রীলঙ্কায় গির্জায় ও হোটেলে এই সন্ত্রাসী হামলা খুবই উদ্বেগজনক। নিষ্ঠুর এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবার প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিশ্চিত করতে হবে, কাউকে যেন ভয় নিয়ে নিজের ধর্ম পালন করতে না হয়।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট এক টুইটবার্তায় বলেছেন, ইস্টার সানডেতে গির্জা ও হোটেলে রক্তাক্ত হামলার ভয়াবহ খবর পাওয়া যাচ্ছে। হতাহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক বিবৃতিতে বলেছেন, শ্রীলঙ্কার সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা ও সমর্থন জানাচ্ছি। দারুণ প্রয়োজনের এই সময়ে আমাদের পক্ষে যা যা করা সম্ভব, আমরা সবটুকু করতে প্রস্তুত।

শোক প্রকাশ করেছে কিছুদিন আগে সন্ত্রাসী হামলার শিকার হওয়া দেশ নিউজিল্যান্ডও। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডের্ন বলেছেন, নিউজিল্যান্ড সব ধরনের সন্ত্রাসের প্রতি নিন্দা জানাচ্ছে। গত ১৫ মার্চের হামলার পর আমাদের ঐক্য আরো বেড়েছে। শ্রীলঙ্কায় গির্জায় অবস্থানরত মানুষদের ওপর হামলা হতে দেখাটা খুবই বেদনাদায়ক। নিউজিল্যান্ড সব ধরনের উগ্রবাদকে পরিত্যাগ করছে। আমরা সবাইকে নিরাপদে প্রার্থনা করার স্বাধীনতা দিতে বদ্ধপরিকর। এমন সহিংসতার বিপক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads