• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
নিহতের সংখ্যা বেড়ে ৩২১

শ্রীলঙ্কায় একের পর এক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১-এ পৌঁছেছে

ছবি : সংগৃহীত

এশিয়া

নিহতের সংখ্যা বেড়ে ৩২১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ এপ্রিল ২০১৯

শ্রীলঙ্কায় একের পর এক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১-এ পৌঁছেছে। রোববার হামলার দিন, সোমবার ও গতকাল মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই মারা গেছেন। এই ঘটনায় এখননো প্রায় ৫০০ মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি।

স্থানীয় পুলিশের বরাতে বিবিসি বলছে, স্থানীয় সময় গতকাল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হামলায় আহত বেশ কয়েকজন মারা যান। মঙ্গলবার বিকালে মারা যান আরো কয়েকজন। সব মিলিয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় নিহতের সংখ্যা ৩২১ জনে পৌঁছেছে।

পুলিশের মুখপাত্র রুয়ান গানাসেকারা এক বিবৃতিতে বলেছেন, হামলায় প্রায় ৫০০ জন আহত হয়েছেন।

গত রোববার দেশটির তিনটি গির্জা, তিনটি হোটেল ও আরও কয়েকটি জায়গায় একের পর এক বোমা হামলা হয়। হামলার জন্য শ্রীলঙ্কার সরকার স্থানীয় ইসলামি চরমপন্থি দল ন্যাশনাল তাওহিদ জামায়াতকে (এনটিজে) দায়ী করেছে। তাদের সঙ্গে আন্তর্জাতিক যোগসাজশ রয়েছে বলে মনে করছে দেশটির সরকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads