• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
জীবন্ত মাটিচাপা দেওয়া নবজাতককে উদ্ধার করল কুকুর

ছবি: বিবিসির

এশিয়া

জীবন্ত মাটিচাপা দেওয়া নবজাতককে উদ্ধার করল কুকুর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ মে ২০১৯

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে জীবন্ত মাটিচাপা দেওয়া এক নবজাতকের জীবন বাঁচিয়েছে একটি কুকুর। ১৫ বছর বয়সী কিশোরী মা তার সন্তানধারণের বিষয়টি গোপন করতে শিশুটিকে জীবন্ত মাটিচাপা দেয়। খবর বিবিসির

বান নং খাম গ্রামের যে জায়গায় শিশুটিকে মাটিচাপা দেওয়া হয়, সেখানে পিং পং নামের একটি কুকুর ঘোরাফেরা করছিল। পিং পং ঘেউ ঘেউ করে ডাকতে ডাকতে ওই জায়গার মাটি খুঁড়তে থাকে। কুকুরটির মালিক তখন মাটির ভেতর থেকে একটি শিশুর পা বের হয়ে আসতে দেখেন।

স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, শিশুটি সুস্থ আছে।

কুকুরটির মালিক উশা নিসাইখা জানান, গাড়ির ধাক্কায় পিংপংয়ের একটি পা অকেজো হয়ে গেছে।

তিনি বলেন, ‘পিং পং খুব বিশ্বাসী ও অনুগত। এ কারণে আমি তাকে কাছে রেখেছি। পিং পং সব সময় আমাকে সাহায্য করে। ওকে গ্রামের সবাই ভালোবাসে।’
এদিকে উদ্ধার হওয়া নবজাতকের মায়ের বিরুদ্ধে সন্তানকে পরিত্যাগ করা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, কিশোরী মা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। তাকে মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

নবজাতকটির শিশুটির দায়িত্ব নেবেন তার নানা-নানি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads