• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১৬

সংগৃহীত ছবি

এশিয়া

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১৬

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৯

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৭৮ জন। আজ বৃহস্পতিবার পূর্ব পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খানের ওয়ালহর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয় দ্রুতগামী যাত্রীবাহী ট্রেন।

প্রাদেশিক সরকারের একজন কর্মকর্তা জামিল আহমেদ জানান, হাসপাতালগুলো জরুরি অবস্থা ঘোষণা করেছে।

চিকিৎসক জাভেদ আহমেদ জানান, ট্রেন দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান হতাহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

তিনি ‘কয়েক দশক ধরে অবহেলার শিকার হওয়া রেলওয়ের অবকাঠামো উন্নয়নে জরুরি পদক্ষেপ গ্রহণ’ এবং নিরাপত্তা নিশ্চিত করতে রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদকে নির্দেশ দেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

রেলওয়ের দুর্বল অবকাঠামো এবং কর্মকর্তাদের অবহেলার কারণে পাকিস্তানে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads