• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলা, আহত ৬

সংগৃহীত ছবি

এশিয়া

ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলা, আহত ৬

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৯

ইন্দোনেশিয়ার মেদান শহরের পুলিশ স্টেশনের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির পুলিশ মুখপাত্র মোহাম্মদ ইকবাল জানান, স্টেশনের সামনে পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিতে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনের জটলার কাছে একটি গার্ড পোস্ট পার হওয়ার সময় হামলাকারী এ বিস্ফোরণ ঘটান।

বিস্ফোরণে আত্মঘাতী হামলাকারী নিহত হলেও চার পুলিশ কর্মকর্তা ও দুজন সাধারণ নাগরিকসহ মোট ৬ জন আহত হয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা ইকবাল।

প্রসঙ্গত, হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত দেশ ইন্দোনেশিয়ায় পুলিশ ও বিভিন্ন উপাসনালয়ে ইসলামিক জঙ্গি গোষ্ঠীদের সম্ভাব্য হামলা ঠেকাতে অভিযান চালাচ্ছে সে দেশের জঙ্গি দমন বাহিনী। এ অভিযানে এখন পর্যন্ত ৪০ সন্দেহভাজনকে আটক করেছেন তারা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads