• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
চীনে কয়লা খনি বিস্ফোরণে নিহত ১৫

সংগৃহীত ছবি

এশিয়া

চীনে কয়লা খনি বিস্ফোরণে নিহত ১৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৯

চীনের উত্তরাঞ্চলের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন খনি শ্রমিক নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছেন।

শানসি প্রদেশের পিংগাও কাউন্টিতে স্থানীয় ফেং ইয়ান গ্রুপ দ্বারা পরিচালিত ওই খনিতে স্থানীয় সোমবার দুপুরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের ঘটনার তদন্ত চলছে জানিয়ে শানসি প্রদেশে শ্রমিকদের কাজের সুরক্ষায় নিয়োজিত প্রশাসন বলছে, খনি থেকে আরও ১১ জন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

খনিগুলোতে গ্যাসের বিস্ফোরণের ঘটনার খুব সাধারণ কারণ হলো- জমে থাকা স্তুরগুলো থেকে গ্যাস নামে পরিচিত মিথেন সঠিকভাবে বের হয়ে না আসা। পরে সেটি সাধারণ একটি স্পার্ক বা ইলেকট্রিক যন্ত্রপাতির সংস্পর্শে বিস্ফোরণ ঘটায়।

১৯৪২ সালে চীনের খনিতে বিশ্বের সবচেয়ে ভয়ংকর বিস্ফোরণের একটি ঘটনা ঘটে। জাপানের সামরিক ব্যবস্থাপনায় সেই সময় দেশটির উত্তর-পূর্বাঞ্চালের লিয়াওনিং প্রদেশের বেনসিহু বা হনকেইকোতে বিস্ফোরণের ওই ঘটনায় এক হাজার ৫৪৯ জন শ্রমিকের নিহত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads