• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
রাখাইনে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন ১০ শিশু

সংগৃহীত ছবি

এশিয়া

রাখাইনে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন ১০ শিশু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০২০

রাখাইনে মাইন বিস্ফোরণে ১০ শিশু ছিন্নভিন্নসহ আহত হয়েছে আরো অনেকে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে রাখাইন স্টেটের মংডু জেলার বুচিদং টাউনশিপের টিকটি পাউক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, একদল শিশু-কিশোরসহ স্থানীয় রোহিঙ্গারা জঙ্গলে কাঠ সংগ্রহ করছিল। এ সময় জঙ্গলে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সংসদ সদস্য অং থাং শোয়ের জানান, চার শিশু ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে আরো ছয় শিশু। এছাড়া বিস্ফোরণে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিসহ আরো পাঁচ কিশোর বালক আহত হয়েছে।

নিহত শিশুরা হলো মো. এমরান, মো. ইয়াছিন উল্লাহ, আবদুর রহমান, মো. আলিম, আলী জোহার, মো. আজিজুল্লাহ, মো. আরব উল্লাহ, আবু তাহের, আমি রাখিন, আবদুল মান্নান। কে বা কারা সেখানে মাইন পুঁতে রেখেছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। এছাড়া মিয়ানমারের সেনাবাহিনী বা আরাকান আর্মি মাইন স্থাপন করেছে কি না সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় স্থানীয় জনগণ আরাকান আর্মিকেই দায়ী করছে।

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে। দু’পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ঘরবাড়ি ছেড়েছে, অন্তত এক লাখ মানুষ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads