• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ফের মিয়ানমার সেনাবাহিনীর গুলি, ২ রোহিঙ্গা নিহত

সংগৃহীত ছবি

এশিয়া

ফের মিয়ানমার সেনাবাহিনীর গুলি, ২ রোহিঙ্গা নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০২০

মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া গোলায় দুই রোহিঙ্গা নারী নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী গর্ভবতী ছিলেন। গণহত্যা থেকে সংখ্যালঘু রোহিঙ্গাদের সুরক্ষায় জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশের দুদিন পরেই এই ঘটনা ঘটালো দেশটির সেনাবাহিনী।

আইনপ্রণেতা ও গ্রামের এক বাসিন্দার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শনিবার রোহিঙ্গা গ্রামে সেনাবাহিনীর আর্টিলারি বাহিনী গুলি চালায়।

উত্তর রাখাইনের বুথিডং জনপদ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোং কিউ জান বলেন, সেনাবাহিনীর নিকটস্থ ব্যাটালিয়ন থেকে ছোড়া ওই গোলা কিন তুয়াং গ্রামে মাঝরাতে আঘাত হানে। এতে দুই রোহিঙ্গা নারী মারা যান। গুলিতে দুটি বাড়িও ধ্বংস হয়।

ওই আইনপ্রণেতা বলেন, যখন কামানোর গোলা ছোড়া হয়, তখন কোনো লড়াই ছিল না। বিনা উসকানিতেই ওই গোলা নিক্ষেপ করেছে সেনাবাহিনী। এ বছর দ্বিতীয়বারের মতো বেসামরিক নাগরিককে হত্যার কথা জানিয়েছেন তিনি।

এদিকে মিয়ানমার সেনাবাহিনী এই হামলার দায় অস্বীকার করে জানায়, সকাল হওয়ার আগেই একটি সেতুর উপর হামলা চালায় বিদ্রোহীরা।

জাতিসংঘ বলছে, ২০১৭ সালে রাখাইনে গণহত্যা শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads