• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো

সংগৃহীত ছবি

এশিয়া

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৮ জানুয়ারি ২০২০

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। সোমবার রাত পর্যন্ত ৪ হাজার ৫১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। খবর গার্ডিয়ান ও বিবিসির

এ ভাইরাসে আক্রান্ত মৃতদের বেশিরভাগ বয়স্ক ব্যক্তি এবং তাদের আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন করোনাভাইরাস ঠেকাতে গতকাল রাতে একটি বিশেষ চিকিৎসা নির্দেশনা প্রকাশ করেছে।  এছাড়া ভাইরাসটির বিস্তার রোধে ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোর করেছে চীন। 

চীনের হুবেই প্রদেশের যে উহান শহর থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল সে শহরটি এখনও লকডাউনে রয়েছে।

করোনাভাইরাস গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায় এবং এর কোনও নির্দিষ্ট ভ্যাকসিন নেই।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া নতুন করোনাভাইরাসটি ইতোমধ্যে সে দেশের রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে।

এ ছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১৩টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads