• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
কিম জং উন জীবিত ও সুস্থ আছেন

সংগৃহীত ছবি

এশিয়া

কিম জং উন জীবিত ও সুস্থ আছেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ এপ্রিল ২০২০

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেঁচে আছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সম্প্রতি কিম জং উনের মৃত্যু নিয়ে গুঞ্জন ওঠে। এতদিন কোনো পক্ষ থেকেই এ বিষয়ে কিছু পরিষ্কার করা হয়নি। তবে গতকাল প্রথম দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বক্তব্য পাওয়া গেল। খবর সিএনএনের।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের পররাষ্ট্র উপদেষ্টা মুন চাং ইন বলেন, আমাদের সরকারের অবস্থান খুবই শক্তিশালী। কিম জং উন বেঁচে আছেন এবং সুস্থ আছেন। তিনি গত ১৩ এপ্রিল থেকে উনসান শহরে অবস্থান করছেন। কোনো সন্দেহজনক চলাফেরার কথা জানা যায়নি। গত ১৫ এপ্রিল দাদার জন্মদিনে উপস্থিত না হওয়ায় তাকে নিয়ে নানা আলোচনা শুরু হয়। শনিবার তার মৃত্যু নিয়ে গুঞ্জন ওঠে। এর চারদিন আগে তাকে পলিটব্যুরোর বৈঠকে দেখা যায়।

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানায় যে, অপারেশনের পর কিমের শারীরিক অবস্থা খুবই গুরুতর। গতকালও এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, কিমের শারীরিক অবস্থা যে খারাপ সেটা সত্যি। কিন্তু এ বিষয়টি আরো যাচাই-বাছাই করতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads