• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
করোনা মোকাবেলায় অবৈধ অভিবাসী গ্রেপ্তার করছে মালয়েশিয়া

সংগৃহীত ছবি

এশিয়া

করোনা মোকাবেলায় অবৈধ অভিবাসী গ্রেপ্তার করছে মালয়েশিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ০৩ মে ২০২০

করোনা ভাইরাস মোকাবেলায় মালয়েশিয়ায় শত শত অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী কুয়ালালামপুরে অভিবাসীদের ধরতে একটি অভিযান চালানো হয়। রাজধানীর কেন্দ্রীয় এলাকা থেকে আটক করা হয় ৫৮৬ জন অবৈধ অভিবাসীকে। এই অঞ্চলটিতে বহু অভিবাসী বসবাস করেন।

দেশটির সংবাদ মাধ্যমে পুলিশ প্রধান আবদুল হামিদ বাদোর বলেন, ওই অবৈধ অভিবাসীরা যাতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে না পারে, তাই তাদের আটক করা হয়েছে।

জাতিসংঘ মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আটক শিশু ও অসুস্থ ব্যক্তিদের যাতে ডিটেনশন ক্যাম্পে না নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া সরকারের এমন পদক্ষেপে ডিটেনশন ক্যাম্পেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে জাতিসংঘ।

হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি মানবাধিকার সংস্থা সামাজিক যোগযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, শত শত মানুষকে একটি মাঠের মধ্যে বসিয়ে রাখা হয়েছে। তাদের মধ্যে শারীরিক দূরত্ব নেই বললেই চলে। আর তাদের ঘিরে রেখেছে একদল সশস্ত্র নিরাপত্তা বাহিনী।

করোনা ভাইরাসের সংক্রমণে মালয়েশিয়ায় ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০৩ জনের।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads