• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
পাকিস্তানে ৯৮ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

সংগৃহীত ছবি

এশিয়া

পাকিস্তানে ৯৮ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ মে ২০২০

পাকিস্তানের একটি যাত্রীবাহী বিমান করাচিতে বিধ্বস্ত হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট ৮৩০৩ বিমানবন্দরের কাছে মডেল কলোনিতে বিধ্বস্ত হয়েছে। 

উড়োজাহাজটি আবাসিক এলাকায় ভেঙে পড়ায় সেখানকার অন্তত চারটি বাড়ি বিধ্বস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

পিআইএর মুখপাত্র আবদুল সাত্তার জানান, উড়োজাহাজটি আট জন ক্রু ও ৯০ জন যাত্রী নিয়ে লাহোর থেকে করাচির উদ্দেশে রওনা হয়। ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধারকারী দল। তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য জানা যায়নি।

লাহোর থেকে বিমানটি যাত্রা শুরু করে পাকিস্তানের অন্যতম ব্যস্ত একটি বিমানবন্দর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।

বিমানবন্দর থেকে বিমানটি মাত্র প্রায় এক মিনিটের দূরত্বে ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে করাচির যে আবাসিক এলাকায় বিমানটি ভেঙে পড়েছে সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে।উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী বলেছে তাদের দ্রুত মোকাবেলা বাহিনীর সৈন্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধার কাজে সহায়তার জন্য।

স্থানীয় হাসপাতালগুলোয় জরুরিকালীন অবস্থা জারি করা হয়েছে।

করোনাভাইরাস লকডাউনে বন্ধ থাকার পর মাত্র কয়েকদিন আগে দেশটিতে বাণিজ্যিক বিমান চলাচল আবার শুরু হয়েছে।

রমজানের শেষে ঈদ উদযাপনের প্রস্তুতিতে অনেকেই এখন শহরে ও গ্রামে তাদের বাড়িতে যাচ্ছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পিআইএ-র প্রধান নির্বাহী এয়ার ভাইস মার্শাল আরশাদ মালিক বলছেন পাইলট ট্রাফিক কন্ট্রোলকে জানিয়েছিলেন যে বিমানে "যান্ত্রিক ত্রুটি" দেখা যাচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন তিনি দুর্ঘটনার খবরে "মর্মাহত এবং দু:খিত" এবং অবিলম্বে ঘটনার তদন্তের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads