• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
মিয়ানমারে খনি ধসে নিহত ৫০

সংগৃহীত ছবি

এশিয়া

মিয়ানমারে খনি ধসে নিহত ৫০

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ জুলাই ২০২০

মিয়ানমারের কাচিন প্রদেশের একটি খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন শ্রমিক নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কাচিন প্রদেশের হাকান্ত এলাকার ওই খনি ধসে পড়ার ঘটনায় হয়তো আরও অনেকেই মাটি চাপা পড়েছেন।

একটি ফেসবুকে পোস্টে দেশটির দমকল বাহিনী জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে ওই খনিটি ধসে পড়েছে। এখন পর্যন্ত ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

দমকল বিভাগকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, এখনও পর্যন্ত ৫০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।

বিশ্বের বৃহত্তম পান্না খনি মিয়ানমারে অবস্থিত। দেশটিতে প্রতি বছরই বিভিন্ন খনি থেকে মূল্যবান এই রত্ন পাওয়া যায়। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকবার খনি ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারায়। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads