• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নেপালে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সংগৃহীত ছবি

এশিয়া

নেপালে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০২০

নেপালের রাজধানী কাঠমান্ডুসহ আশপাশের এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।

আজ বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। খবর দ্য হিমালয়ান টাইমসের

দেশটির সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) টুইটারে জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র কাঠমান্ডুর পার্শ্ববর্তী সিন্ধুপালচক জেলার রামছি এলাকার আশপাশে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। 

এলাকাটি কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে চীনের তিব্বত সীমান্তের কাছে। ২০১৫ সালের শক্তিশালী ভূমিকম্প, সম্প্রতি বন্যা ও ভূমিধসে জেলাটি ইতোমধ্যেই বিধ্বস্ত।  

ভূমিকম্প হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিন্ধুপালচক থানার সুপারিনটেনডেন্ট রাজন অধিকারী। 

এনএসসির প্রধান ভূকম্পবিদ বিজয় অধিকারী জানান, দেশের সর্ব পূর্বেও কম্পন অনুভূত হয়েছে। ২০১৫ সালের ভূকম্পের এটি আফটার শক।

২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভুমিকম্প হয়। এতে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়, আহত হয় কয়েক হাজার মানুষ। সেসময় সিন্ধুপালচক জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সবচেয়ে বেশি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads