• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

এশিয়া

ইন্দোনেশিয়ায় যাত্রী বোঝাই বিমান নিখোঁজ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০২১

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পর শ্রীবিজয়া নামে একটি বোয়িং ৭৩৭ বিমান ৬২ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। বিমানটিতে সাতজন শিশু এবং ছয়জন ক্রু সদস্যসহ মোট ৬২ জন আরোহী ছিল বলে জানা গেছে।

স্থানীয় সময় শনিবার দুপুরে রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাওয়াতী বলেন, পশ্চিম কালিমান্টান প্রদেশ থেকে বোর্নিও দ্বীপের পন্টিয়ানাকের উদ্দেশে যাত্রা করে যোগাযোগ হারিয়ে ফেলে বিমানটি। এ মুহূর্তে বিষয়টি নিয়ে সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি এবং ট্রান্সপোর্ট সেফটি অথরিটির সঙ্গে সমন্বয় করছি আমরা। পরিবর্তী তথ্য বিস্তারিতভাবে শিগগরিই জানানো হবে বলেও জানান তিনি।

শ্রীবিজয়া এয়ার জানিয়েছে, বিমান নিখোঁজের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার আগে এ সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করছে তারা।

ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ এক টুইট বার্তায় জানায়, শ্রীবিজয়া এয়ারের ফ্লাইট এসজে-১৮২ জাকার্তা থেকে উড্ডয়নের ৪ মিনিট পরই নিখোঁজ হয়। নিখোঁজের সময় বিমানটি ১০ হাজার ফুট উচ্চতায় ছিল বলেও জানানো হয়।

ট্র্যাকিং সার্ভিসের তথ্য অনুযায়ী বোয়িং ৭৩৭-৫০০ মডেল বিমানটি ২৭ বছর পুরানো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads