• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

ব্যাংক

রূপালী ব্যাংক

বাহাত্তরের লোগোতে ফিরল রূপালী ব্যাংক

বাহাত্তরের লোগো

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ জানুয়ারি ২০১৮

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পুঞ্জীভূত লোকসান কাটিয়ে লাভের মুখ দেখায় ১৯৭২ সালের লোগোতে ফিরেছে।

রাজধানীর মতিঝিলে মঙ্গলবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যাংকটির এই লোগো উম্মোচন করা হয়।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান বলেন, “আগের বছরের ১০০ কোটি টাকার লোকসান কাটিয়ে গত বছর আমরা ৫৩৭ কোটি টাকা লাভ করেছি। আমরা ঘুরে দাঁড়িয়েছি।”

রূপালী ব্যাংকের নতুন লোগো (১৯৭২ সালের লোগো) রূপালী ব্যাংকের নতুন লোগো (১৯৭২ সালের লোগো) নতুন এই লোগোতে দ্বি-রঙা জাতীয় পতাকার সামঞ্জস্য রেখে একটি সবুজ বটগাছ ঘিরে রয়েছে লাল একটি বৃত্ত।

এমডি বলেন, “১৯৭২ সালে ব্যাংক প্রতিষ্ঠার সময় এটাই ছিল মূল লোগো। ১৯৭৭ সালের পর বেশ কয়েকবার এই লোগো পরিবর্তিত হয়েছে। আমরা এখন মূল রূপে ফিরে গেলাম।”

ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন এসময় তার পাশে ছিলেন।

আগের চেয়ে ব্যাংকের কম সংখ্যকসংখ্যা শাখা লোকসান করছে জানিয়ে আতাউর বলেন, “এটা (লোকসানি শাখার সংখ্যা) এখন ৩৩টি, যা দুই বছর আগে ১৪৪টি ছিল।”

ব্যাংককে লাভের মুখ দেখানোর জন্য ব্যবস্থাপনা দলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “সম্ভাবনার কোনো সীমা নেই।”

লোগোর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, বটগাছ হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রতীক। আগের দিনে গ্রামের বাজার বসতো বটগাছের নিচে।

ব্যাংকের শাখার সংখ্যা বিবেচনায় নিলে অন্যসব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ে রূপালী ব্যাংক বেশি সফল বলে মন্তব্য করেন তিনি।

“আমরা মাত্র ৫৬৩টি শাখা চালাই, যা অন্য যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার সংখ্যার প্রায় অর্ধেক।

রূপালী ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads