• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ছবি : সংগৃহীত

ব্যাংক

প্রিমিয়ার ব্যাংক এডুকেশন এক্সপো

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ এপ্রিল ২০১৮

দেশের বাইরে উচ্চশিক্ষার বিভিন্ন তথ্য ও সেবা নিয়ে ঢাকায় আন্তর্জাতিক এডুকেশন এক্সপো অনুব্জিত হৃয়ৃছ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত রোববার প্রিমিয়ার ব্যাংক এডুকেশন এক্সপোর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরেন এডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ফ্যাকড-ক্যাব সভাপতি মোস্তাফিজুর রহমান।

দুই দিনের এ শিক্ষামেলা চলে গতকাল রাত ৮টা পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে দেশি ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের বরেণ্য শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন- প্রিয় বন্ধুরা, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে। এখন আমাদের যুদ্ধ উন্নত দেশের কাতারে যাওয়ার। এ জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আর এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন আন্তর্জাতিক মানের শিক্ষা।

তিনি আরো বলেন, বেশ কিছু দেশের উপার্জনের একটি পথ হচ্ছে বিদেশি ছাত্রছাত্রীদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে জায়গা করে দেওয়া। কোনো প্রতিষ্ঠানের খারাপ বা দুর্বল দিকগুলো কখনো ইন্টারনেটে দেওয়া হয় না বিধায় বিদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রকৃত চেহারা আমরা দেখতে পাই না। তাই এ দায়িত্ব নিতে হবে বিদেশে পড়ালেখার জন্য যারা শিক্ষার্থী পাঠান তাদের।

এক্সপোতে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, লাটভিয়া, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, উচ্চশিক্ষা নিতে বিভিন্ন দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের মতো এখন এশিয়ার কয়েকটি দেশও প্রায় একই ধরনের শিক্ষা দিচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads