• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি)

সংরক্ষিত ছবি

ব্যাংক

উন্মুক্ত ব্যবসা প্রক্রিয়া শক্তিশালী করতে সর্বাধিক সচেষ্ট হওয়া উচিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ মে ২০১৮

উন্মুক্ত বাণিজ্য ও বিনিয়োগে উপকৃত হয়েছে গোটা বিশ্ব। তাই এ ব্যবসা প্রক্রিয়ার বর্তমান ধারা অব্যাহত রাখতে ও শক্তিশালী করতে আরো উদ্যোগ নেওয়া উচিত। চলমান বাণিজ্য সঙ্কট নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের বৈঠককে কেন্দ্র করে এসব কথা বলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও।

বাণিজ্য জটিলতা নিরসনে বেইজিংয়ে বৈঠক করেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। অনলাইন পোর্টাল সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাকাও জানান, উন্মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর এ প্রক্রিয়া অব্যাহত রাখতে ও উন্নত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, উন্মুক্ত বাণিজ্যের মাধ্যমে গত বছর অনেক দেশ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করেছে। এসব দেশের মধ্যে আছে যুক্তরাষ্ট্রও। কিন্তু ট্রাম্প প্রশাসন এখন এই মুক্ত বাণিজ্যের বিরুদ্ধে কথা বলছে। তাদের অভিযোগ, মুক্ত বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ও কর্মীরা।

বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে সয়াবিন কিনছে না চীন। নিউইয়র্কভিত্তিক শীর্ষ তেলবীজ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান বানজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোরেন স্ক্রোডার বলেন, চীন এখন যুক্তরাষ্ট্র থেকে কিছু কিনছে না। তারা কানাডা, ব্রাজিল থেকে সয়াবিন কিনছে। তবে এক্ষেত্রে তারা প্রাধান্য দিচ্ছে ব্রাজিলকে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ৬৯০ টন সয়াবিন ক্রয়ের চুক্তি বাতিল করেছে চীন। এ অবস্থায় সয়াবিনের আন্তর্জাতিক বাজারে গত বুধবার দেখা গেছে নিম্নমুখী প্রবণতা। ফিউচার মার্কেটে এদিন প্রতি বুশেল সয়াবিনের দাম ১ শতাংশ কমে যায়। কিন্তু চলতি বছরের প্রথম চার মাসে পণ্যটির দাম বেড়েছে ৮ শতাংশ। যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য রফতানির দ্বিতীয় শীর্ষ বাজার চীন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads