• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আজ থেকে ব্যাংকে নতুন নোট বিনিময়

তফসিলি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে

সংগৃহীত ছবি

ব্যাংক

আজ থেকে ব্যাংকে নতুন নোট বিনিময়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ জুন ২০১৮

বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে আজ থেকে নতুন নোট বিনিময় করা হবে। বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে আজ রোববার থেকে নতুন নোট বিনিময় চলবে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বাদে আগ্রহীরা ১৪ জুন পর্যন্ত ব্যাংক থেকে নতুন নোট নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের কাউন্টার থেকেও এসব নোট নেওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ঢাকা শহরের নির্ধারিত কিছু শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে আরো বলা হয়, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের বাইরে যেসব ব্যাংক ও শাখায় নতুন টাকা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে- রাজধানীর ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী, জনতা ব্যাংকের আবদুল গণি রোড করপোরেট, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড, দি সিটি ব্যাংকের মিরপুর, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ), উত্তরা ব্যাংকের চকবাজার, সোনালী ব্যাংকের রমনা করপোরেট, ঢাকা ব্যাংকের উত্তরা, আইএফআইসি ব্যাংকের গুলশান, রূপালী ব্যাংকের মহাখালী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর, জনতা ব্যাংকের রাজারবাগ, পূবালী ব্যাংকের সদরঘাট, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ, ওয়ান ব্যাংকের বাসাবো, ইসলামী ব্যাংকের শ্যামলী, ডাচ-বাংলা ব্যাংকের দক্ষিণখান, মার্কেন্টাইল ব্যাংকের বনানী ও ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads