• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির

ছবি সংগৃহীত

ব্যাংক

ব্যাংকের কার্যক্রমে সন্দেহ-অবিশ্বাস দেখা দিয়েছে : গভর্নর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

সাম্প্রতিক সময়ে ব্যাংকের কার্যক্রমে মানুষের মধ্যে কিছুটা সন্দেহ ও অবিশ্বাস দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

তিনি বলেন,  এ সমস্যা ব্যাংকগুলো জন্য অশনিসংকেত। এটা কাটাতে ব্যাংকগুলোকে পদক্ষেপ নিতে হবে।

আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যাংকগুলোর ব্যবস্থাপকদের জন্য আয়োজিত এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সম্মেলন উপলক্ষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিএফআইইউয়ের প্রধান ও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, ছোট কোনো দুর্বলতা ব্যাংক খাতকে বড় ঝুঁকিতে ফেলতে পারে। এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

বিএফআইইউয়ের উপদেষ্টা দেবপ্রসাদ দেবনাথ বলেন, বর্তমান সময়ে ব্যাংক খাত অনেক চ্যালেঞ্জের মধ্য পড়েছে। প্রধান প্রধান ঝুঁকিগুলো নিয়ে বিশেষ ভাবনার প্রয়োজন আছে।

ব্যাংকের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানান ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান।

সভাপতিত্ব করেন বিএফআইইউয়ের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক এ বি এম জহুরুল হুদা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads