• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
জমি কিনবে ব্র্যাক ব্যাংক

ছবি : সংগৃহীত

ব্যাংক

জমি কিনবে ব্র্যাক ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ জুলাই ২০১৮

সদর দফতর নির্মাণের জন্য রাজধানীর তেজগাঁওয়ে ৫৯ দশমিক ৬০ শতাংশ জমি কিনতে চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, প্রতি শতাংশ ৩ কোটি ৫০ লাখ টাকা দরে এই জমির দাম হবে ২০৮ কোটি ৬০ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি পেলেই জমি কেনার প্রক্রিয়া শুরু হবে।

এদিকে ব্র্যাক ব্যাংকের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুলাই) প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির মুনাফা বেড়েছে বলে দেখানো হয়েছে। এই তিন মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা, যা গত বছর একই সময় ছিল ১ টাকা ১৩ পয়সা।

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্র্যাক ব্যাংকের ইপিএস হয়েছে ২ টাকা ৩৮ পয়সা, যা ২০১৭ সালের একই সময় ছিল ২ টাকা ১৭ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৬ টাকা ৭৩ পয়সা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads