• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ডলারে পাওয়া গেল ৭০ রুপি ৪৭ পয়সা

ছবি : সংগৃহীত

ব্যাংক

ডলারে পাওয়া গেল ৭০ রুপি ৪৭ পয়সা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ আগস্ট ২০১৮

ডলারের বিপরীতে প্রথমবারের মতো রুপির মান সত্তর স্পর্শ করে ১৪ আগস্ট। ভারতের অভ্যন্তরীণ মুদ্রাবাজারে গত মঙ্গলবার বেচাকেনা শেষে রুপির মান স্থির ছিল ৭০ রুপি ১০ পয়সায়। এর ধারাবাহিকতায় গতকাল ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দর বেড়ে ঠেকেছে ৭০ রুপি ৪৮ পয়সায়। বলা হচ্ছে, এ যাবৎকালে রুপির সর্বোচ্চ দরপতন এটি।

ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানায়, ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) ডলার বিক্রি করে থাকতে পারে। তবে এর তেমন কোনো প্রভাব পড়েনি দরপতনে। এই কর্মকর্তাদের একজন আরো বলেন, রুপির দর যখন ৬৯-এ ঠেকেছিল তখন আইবিআই তা ঠেকাতে কোনো পদক্ষেপ নেয়নি। এক্ষেত্রে আরবিআই সচেষ্ট ছিল রুপির মান ৬৯-এ স্থির রাখতে। আরবিআই খুব অল্প পরিমাণে ডলার সরবরাহ করছে। এরই ফল রুপির দরপতন।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads