• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কেন্দ্রীয় ব্যাংকের সাইবার নিরাপত্তা কমিটি গঠন

লোগো বাংলাদেশ ব্যাংক

ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের সাইবার নিরাপত্তা কমিটি গঠন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০১৮

সাইবার হামলা প্রতিরোধে বিশেষ কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। চার সদস্যের কমিটি সার্বক্ষণিক বাংলাদেশ ব্যাংকের সাইবার ঝুঁকি পর্যবেক্ষণ করবে। গতকাল মঙ্গলবার কমিটি গঠনের বিষয়টি চিঠি দিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কমিটির সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের সিস্টেমস ম্যানেজার মুহাম্মদ ইসহাক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মসিউজ্জামান খান, সিনিয়র মেইনটেন্যান্স প্রকৌশলী মোহাম্মদ তাওহিদুল আলম ও মেইনটেন্যান্স প্রকৌশলী ফাহাদ জামান চৌধুরী। গত জুনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশ ব্যাংকে যান। সেখানে তিনি কেন্দ্রীয় ব্যাংক ও তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে দেশের ব্যাংকিং ব্যবস্থায় সাইবার অপরাধ রোধ করতে দক্ষ জনবল, সুশাসন ও ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে বলেন। পরে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ ব্যাপারে চিঠি দেন। বাংলাদেশ ব্যাংকের এক হিসাব তুলে ধরে বৈঠকে জানানো হয়, সাইবার নিরাপত্তার জন্য গত কয়েক বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। প্রতি বছর আইটি নিরাপত্তায় রক্ষণাবেক্ষণ বাবদ আরো দেড় হাজার কোটি টাকা খরচ হচ্ছে। এরপরও দেশের অনেক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের গাইডলাইন অনুযায়ী নিরাপত্তার মানে পৌঁছাতে পারেনি। এ কারণে ব্যাংক খাতে সাইবার ঝুঁকি এখনো রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের ওপর সাইবার আক্রমণ প্রায়ই ঘটছে। আক্রমণগুলো খুবই বড় ও জটিল। অপরাধীরা সাইবার আক্রমণ করে বড় অঙ্কের তহবিল হাতিয়ে নিচ্ছে। একই সঙ্গে এটিএম জালিয়াতির মতো ঘটনা ঘটাচ্ছে। এ ছাড়া ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে জমা রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার হামলার মাধ্যমে ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads