• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
রেমিট্যান্স অ্যাওয়ার্ড পাচ্ছেন ৩৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

সংগৃহীত ছবি

ব্যাংক

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পাচ্ছেন ৩৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০১৮

বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে সংশ্লিষ্টদের সম্মাননা দেবে বাংলাদেশ ব্যাংক। শীর্ষ প্রবাসী আয় প্রেরণকারী ও আহরণকারী উভয় ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হবে।

আজ রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৩৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবার সম্মাননা দেওয়া হবে। প্রবাসী আয় পাঠিয়ে ও আহরণ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কয়েক বছর ধরে বাংলাদেশ ব্যাংক এ সম্মাননা দিয়ে আসছে।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপক আবুল বশর জানান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সরকারের সংশ্লিষ্ট সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। জানা যায়, ২০১৪ সাল থেকে বাংলাদেশ ব্যাংক প্রতিবছর এই সম্মাননা দিয়ে আসছে।

বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে ১ কোটি ১৮ লাখ বাংলাদেশি নাগরিক কাজ করছেন। তারা ২০১৮-১৯ অর্থবছরের প্রথম দুই মাসে ২৭২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আর ২০১৭-১৮ অর্থবছরে দেশে এসেছে ১ হাজার ৪৯৮ কোটি ডলার, যা তার আগের অর্থবছরের চেয়ে প্রায় ২২০ কোটি ডলার বেশি। ২০১৬-১৭ অর্থবছরে দেশে এসেছে ১ হাজার ২৭৬ কোটি ডলার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads