• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ভাঙ্গন কবলিত এলাকা

সংগৃহীত ছবি

ব্যাংক

পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০১৮

পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবে দেশের তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ কথা জানায়। প্রজ্ঞাপন মোতাবেক ব্যবস্থা নিতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীকে চিঠি দেওয়া হয়েছে।

করপোরেট সামাজিক দায়বদ্ধতা-সিএসআরের আওতায় ব্যাংকগুলো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে। 

এতে বলা হয়, সম্প্রতি পদ্মা নদীর ভাঙনে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কয়েক হাজার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে ওই এলাকার পরিবারগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে সিএসআরের অংশ এই এলাকায় মানুষের জন্য ব্যয় করতে নির্দেশনা দেওয়া হচ্ছে।

জানা গেছে, এর আগে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া বিধি মোতাবেক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তার কর-পরবর্তী মুনাফার ৫ শতাংশ সিএসআর খাতে ব্যয় করতে পারে। তবে এই খাতের ৩০ শতাংশ কেবল শিক্ষা খাতে ব্যয় করার বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads