• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

লোগো বাংলাদেশ ব্যাংক

ব্যাংক

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ নভেম্বর ২০১৮

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের কর্মকর্তা (অফিসার) পদে ৯ নভেম্বরের নিয়োগ পরীক্ষা ওই দিন হচ্ছে না। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর। পরীক্ষার আয়োজনে থাকা বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির পক্ষে কেন্দ্রীয় ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

৯ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা থাকার কারণে এই তিন ব্যাংকে সমন্বিত অফিসার (ক্যাশ) পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে এমসিকিউ টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত রোববার এক সমাবেশ আয়োজন করা হয়। সেখানে দেশের প্রত্যন্ত এলাকা থেকে কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এ কারণে ওই দিনের পরীক্ষা বাতিল করে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

সে ঘোষণা অনুযায়ী ৪ নভেম্বরের পেছানো জেএসসিতে ইংরেজি ও ইংরেজি প্রথম পত্র (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) এবং জেডিসিতে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলমেন্ট ব্যাংক লিমিটেডের অফিসার (ক্যাশ) পদের লিখিত পরীক্ষা আগামী ৯ নভেম্বরের পরিবর্তে ১৬ নভেম্বর শুক্রবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads