• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সহজেই দেশে টাকা পাঠাতে পারবে মালয়েশিয়া প্রবাসীরা

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কোম্পানীর সিইও প্রকৌশলী সাব্বির চৌধূরী 

ছবি : বাংলাদেশের খবর

ব্যাংক

সহজেই দেশে টাকা পাঠাতে পারবে মালয়েশিয়া প্রবাসীরা

  • আশরাফুল মামুন
  • প্রকাশিত ২৭ জানুয়ারি ২০১৯

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সহজে বাংলাদেশে টাকা পাঠানোর সুবিধা নিয়ে ফেল্ডা মোবাইল বৈধ উপায়ে দেশে টাকা পাঠাতে মালয়েশিয়ায় চালু করেছে "ফেলমো ভিসা কার্ড" এবং " ফেলমো ক্যাশ "রেমিটেন্স ও‘ইউপে ফেলমো’ নামে ব্যাংকিং অ্যাপ সুবিধা।

গত শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কার্যপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভায় কোম্পানীর সিইও প্রকৌশলী সাব্বির চৌধূরী  একথা জানান

শুধু মাত্র পাসপোর্ট এর মাধ্যমে প্রবাসীরা ফেলমো ভিসা কার্ড করতে পারবেন, মালয়েশিয়া CIMB ব্যাংক এ  টাকা জমা ও মালয়েশিয়া সহ ওয়ার্ল্ডের সব জায়গায় থেকে টাকা উত্তোলন সুবিধা সহ, মোবাইল ও অ্যাপস ব্যবহার করে দেশে রেমিটেন্স পাঠাতে(ব্যাংক অ্যাকাউন্ট,পিন নাম্বার,বিকাশ,মোবাইল রিলোড )পারবেন। এছাড়া ও প্রবাসীদের জন্য রয়েছে ইন্সুইরেন্স সুবিধা।

ফেলমো ভিসা কার্ড এবং রেমিটেন্স অ্যাপটি মালেশিয়ান সরকার ও মালেশিয়ান কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন প্রাপ্ত, এ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা সহজেই দেশে তাদের পরিবারের কাছে টাকা পাঠাতে পারবেন। প্রেরিত টাকা ইউপে গ্রাহক ছাড়াও সব ব্যাংক, এজেন্ট এবং এটিএম মেশিন থেকে উত্তোলন করা যাবে বলে জানালেন কোম্পানীর সিইও প্রকৌশলী সাব্বির চৌধূরী।

সিইও সাব্বির চৌধূরী বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সহজে টাকা পাঠানোর সুবিধা নিয়ে ‘ইউপে ফেলমো’ চালু করেছে মোবাইল ব্যাংকিং অ্যাপ সুবিধা।  তিনি আরো জানান, অবৈধ পন্থায় টাকা না পাঠাতে প্রবাসীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কাজ করবে তার কোম্পানী। একই সঙ্গে হুন্ডিকে দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলেও জানান তিনি। পাশাশি ফেলমু ফোনের অগ্র যাত্রাকে এগিয়ে নিতে সাংবাদিকসহ প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads