• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
জানুয়ারিতে রেমিটেন্সে রেকর্ড

সংগৃহীত ছবি

ব্যাংক

জানুয়ারিতে রেমিটেন্সে রেকর্ড

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০১৯

বছরের প্রথম মাস জানুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা ১৫৯ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। যা এক মাসের হিসেবে রেকর্ড। এর আগে ২০১৪ সালের জুলাই মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৪৯ কোটি ২৪ লাখ ডলার।

সংশ্নিষ্টরা বলছেন, ডলারের বিপরীতে টাকার দরপতন, নির্বাচন পরবর্তী স্থিতিশীল পরিস্থিতি এবং হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপের ফলে ব্যাংক ব্যবস্থায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০১৯ সালের প্রথম মাস জানুয়ারিতে যে রেমিটেন্স এসেছে তা ২০১৮ সালের জানুয়ারির চেয়ে ১৫ দশমিক ২৫ শতাংশ এবং আগের মাস ডিসেম্বরের চেয়ে ৩২ দশমিক ২ শতাংশ বেশি।

২০১৮ সালের প্রথম মাস জানুয়ারিতে ১৩৭ কোটি ৯৭ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর বছরের শেষ মাস ডিসেম্বরে এসেছিল ১২০ কোটি ২ লাখ ডলার।

চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে( সাত মাস) মোট ৯০৮ কোটি ১৩ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ের চাইতে ৯ দশমিক ২৫ শতাংশ বেশি।  আগের অর্থবছরের প্রথম সাত মাসে এসেছিল  ৮৩১ কোটি ২০ লাখ ডলার।

এদিকে পঞ্জিকা বর্ষ হিসেবে ২০১৮ সালে দেশে মোট এক হাজার ৫৫৩ কোটি ৭৮ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা ২০১৭ সালের চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে গতকাল রোববার পর্যন্ত  রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। ২০১৬ সালের পর রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের নীচে নামেনি।

বর্তমানে এক কোটির বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads