• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
খেলাপি ঋণ ব্যাংক খাতের ক্যান্সার : ইব্রাহিম খালেদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ

ফাইল ছবি

ব্যাংক

খেলাপি ঋণ ব্যাংক খাতের ক্যান্সার : ইব্রাহিম খালেদ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ মার্চ ২০১৯

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, দেশের ব্যাংকিং খাতের প্রধান সমস্যা ঋণ খেলাপি। এটি ব্যাংকের জন্য মানব শরীরে থাকা ক্যান্সারের মতো। এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে খেলাপিদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের আরসি মজুমদার মিলনায়তনে অর্থনীতি বিভাগের ইকোনমিক্স স্টাডি সেন্টার আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশের খেলাপি ঋণ সমস্যা এবং তার প্রতিকার’ শীর্ষক এ সংলাপে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ।

ইব্রাহিম খালেদ বলেন, ‘আমাদের দেশে কয়েক বছর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ঋণ বিতরণে বিশাল অনিয়ম ছিল। যার ফলে আমরা দেখেছি যে বেসরকারি ব্যাংকের তুলনায় সরকারি ব্যাংকে ঋণ খেলাপির প্রবণতা বেশি।’

তিনি জানান, রাষ্ট্রীয় ব্যাংকে খেলাপি ঋণ ২০ শতাংশ হলেও বেসরকারি ব্যাংকে এ হার ৪-৭ শতাংশ। তবে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকরা অনিয়ম রোধে কাজ করায় গত দুই বছরে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সংলাপে আরও বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারাকাত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads