• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক কমেছে ৩৩ লাখ

সংগৃহীত ছবি

ব্যাংক

মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক কমেছে ৩৩ লাখ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ মে ২০১৯

কমে যাচ্ছে বাংলাদেশ মোবাইল ব্যাংকিং গ্রাহকের সংখ্যা। গত এক মাসের ব্যবধানে দেশের মোবাইল ফোন ব্যাংকিংয়ে সক্রিয় গ্রাহক কমেছে প্রায় ৩৩ লাখ। বাংলাদেশ ব্যাংকের এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ৩৩ লাখ গ্রাহক মোবাইল ফোন ব্যাংকিংয়ের মাধ্যমে কোনো অর্থ লেনদেন করেননি।  

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, এপ্রিলে মোবাইল ফোন ব্যাংকিং সক্রিয় গ্রাহকের সংখ্যা প্রায় ২৯১ লাখ। মার্চে যার পরিমাণ ছিল প্রায় ৩২৪ লাখ। তবে সক্রিয় হিসাব কমলেও সদ্য শেষ হওয়া মাসে ডিজিটাল এই প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন বেড়েছে। মোবাইল ফোন ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশে এখন প্রতিদিন লেনদেন হচ্ছে এক হাজার ১৬৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ ওই প্রতিবেদন থেকে আরো জানা যায়, এপ্রিলে দৈনিক লেনদেন হয়েছে ১ হাজার ১৬৫ কোটি টাকা। আর এ মাসে মোট লেনদেন হয়েছে ৩৪ হাজার ৯৭৫ কোটি টাকা। গত মাসে যা ছিল ৩৪ হাজার ৬৭৮ কোটি টাকা। সে হিসেবে এক মাসে লেনদেন বেড়েছে প্রায় ৩০০ কোটি টাকা। অথচ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এ লেনদেনের পরিমাণ ছিল যথাক্রমে ৩৪ হাজার ৬২৬ কোটি ও ৩১ হাজার ৫১৩ কোটি টাকা। 

বাংলাদেশ ব্যাংকের এপ্রিলভিত্তিক হিসাব অনুযায়ী, দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ের নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৬ কোটি ৮৩ লাখ, যা আগের মাসে (মার্চ) ছিল ৬ কোটি ৭৫ লাখ। আর বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের মোট এজেন্ট সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ২৮ হাজার ৫৬৩ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads