• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সঞ্চয়পত্রের উৎসে কর ১০ শতাংশ কর্তনের নির্দেশ

সংগৃহীত ছবি

ব্যাংক

সঞ্চয়পত্রের উৎসে কর ১০ শতাংশ কর্তনের নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ জুলাই ২০১৯

সঞ্চয়পত্রের সুদ বা মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ কর্তনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতদিন পাঁচ শতাংশ হারে উৎসে কর দিতে হতো গ্রাহকদের।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ এ-সংক্রান্ত এক সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, জাতীয় সঞ্চয় স্কিমের উৎসে কর ১০ শতাংশ নির্ধারণ করা হলেও শুধু পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগের সুদ পরিশোধকালে ১০ শতাংশ হারে উৎসে কর কর্তন প্রযোজ্য হবে। সুতরাং পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ লাখ টাকার নিচে বিনিয়োগ করলে উৎসে কর পাঁচ শতাংশই প্রযোজ্য হবে।

চলতি বছরের ১ জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হবে। অর্থাৎ যখনই সঞ্চয়পত্র ক্রয় করা হোক না কেন এখন থেকে সুদ বা মুনাফা তোলার সময় ১০ শতাংশ হারেই উৎসে কর কাটা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads