• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ফাইল ছবি

ব্যাংক

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ জানুয়ারি ২০২০

‘গভর্নরকে রাস্তা থেকে বিদায় করলেন অর্থমন্ত্রী’ শিরোনামে দৈনিক বাংলাদেশের খবরে ১৪ জানুয়ারি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত লিখিত প্রতিবাদ পাঠানো হয় বাংলাদেশের খবর কার্যালয়ে। প্রতিবাদপত্রে তিনি বলেন, সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। প্রকৃত ঘটনা হচ্ছে, ১৩ তারিখে প্রকৃতপক্ষেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অর্থমন্ত্রীর নির্ধারিত কোনো সভা ছিল না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থমন্ত্রীর শেরেবাংলানগরের কার্যালয়ের উদ্দেশে রওনা হয়ে ফার্মগেট থেকে ফিরে যাওয়ার বিষয়টিও অর্থমন্ত্রীর দপ্তর অবগত নয়। 

প্রতিবাদপত্রে বলা হয়, প্রতিবেদনটিতে  উল্লেখ করা হয়েছে, ‘গত এক বছরে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা আরো দুর্বল হয়েছে। এমনকি একাধিক অনুষ্ঠানে অর্থমন্ত্রীর সঙ্গে গভর্নর উপস্থিত থাকলেও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে অনেকটা নিরুৎসাহিত করা হয়।’ এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক। তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। 

এতে আরো বলা হয়, অর্থ মন্ত্রণালয় কখনোই কেন্দ্রীয় ব্যাংকের কোনো কাজে বিধিবহির্ভূত হস্তক্ষেপ করে না। কাজেই তাদের স্বাধীনতা খর্ব হওয়ার প্রশ্নই আসে না। এমন কল্পকাহিনীনির্ভর সংবাদ প্রকাশ কোনোভাবেই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিচয় বহন করে না বলে মনে করে অর্থ মন্ত্রণালয়। এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ একেবারেই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। 

আমাদের বক্তব্য : সংবাদটি সরকারের দুজন খুবই দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিধায় তা ছাপানোর আগে আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন ছিল। এ ব্যাপারে আমাদের কিছু ত্রুটি হয়েছে। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা মর্মাহত ও দুঃখিত। আশা করব, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট মহল বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads