• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ছয় শতাংশ সুদে সরকারি আমানত বেসরকারি ব্যাংকে

ছবি : সংগৃহীত

ব্যাংক

ছয় শতাংশ সুদে সরকারি আমানত বেসরকারি ব্যাংকে

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ জানুয়ারি ২০২০

বেসরকারি ব্যাংকে সরকারি আমানতে সুদ হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল এই প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, সরকারের নিজস্ব অর্থের ৫০ শতাংশ এখন থেকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে আমানত রাখা হবে, সুদ হার হবে ৬ শতাংশ। বাকি ৫০ শতাংশ অর্থ সর্বোচ্চ ৫ দশমিক ৫ শতাংশ সুদ হারে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে মেয়াদি আমানত রাখা যাবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর আগে ১ জানুয়ারি এক সভায় তিনি বলেছিলেন, ব্যাংকের সুদ হার বেঁধে দেওয়ার পর আমানতকারীরা যাতে সরকারি ব্যাংকের দিকে বেশি ঝুঁকে না পড়ে, তা ঠেকাতে বেসরকারি ব্যাংকে আমানতের মুনাফা বেশি থাকবে।

তিনি বলেন, সরকারি ও বেসরকারি উভয় ব্যাংকে ডিপোজিটের ক্ষেত্রে যদি সুদ হার ৬ শতাংশ করে দেওয়া হয়, তাহলে সবাই সরকারি ব্যাংকে টাকা রাখবে। তাই সরকারি ব্যাংকে ডিপোজিটের সুদ হার হবে সাড়ে ৫ শতাংশ এবং বেসরকারি ব্যাংকে ডিপোজিটের ক্ষেত্রে সুদ হার হবে ৬ শতাংশ সরকারি সংস্থাগুলো আগে তাদের তহবিলের ৭৫ শতাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এবং বাকি ২৫ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখত। ২০১৮ সালের এপ্রিলে তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেসরকারি ব্যাংককে আরো বেশি সুবিধা দিতে এই অনুপাতে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন। সে মোতাবেক বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে সরকারি আমানতের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার পথ তৈরি করে।

সেখানে বলা হয়, সরকারি আমানতের ৫০ শতাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখা হলে বাকি ৫০ শতাংশ রাখা হবে বেসরকারি ব্যাংকে। এই সিদ্ধান্ত ২০১৮ সালের ৩১ মার্চ থেকে কার্যকর হবে। সেই সার্কুলারের সূত্র ধরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নীতি ও আর্থিক প্রণোদনা শাখা থেকে জারি করা হলো নতুন প্রজ্ঞাপন।

প্রজ্ঞাপনে বলা হয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং পরিচালন বাজেটের আওতায় প্রাপ্ত অর্থ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থা এবং সরকার মালিকানাধীন কোম্পানির নিজস্ব তহবিলের উদ্বৃত্ত অর্থের ৫০ শতাংশ পর্যন্ত বাংলাদেশে ব্যাংকিং ব্যবসায় নিয়োজিত বেসরকারি ব্যাংক অথবা অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অথবা উভয় ধরনের প্রতিষ্ঠানে আমানত রাখার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলছে, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা প্রয়োজন। সে পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, উল্লিখিত উৎসসমূহের উদ্বৃত্ত অর্থ সর্বোচ্চ ৫ দশমিক ৫০ শতাংশ সুদ হারে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে এবং মোট উদ্বৃত্ত অর্থের ৫০ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ৬ শতাংশ সুদ হারে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে মেয়াদি আমানত রাখা যাবে এতে আরো বলা হয়, তবে প্রতিষ্ঠানসমূহের ভবিষ্য তহবিলের অর্থ, পেনশন তহবিলের অর্থ এবং এন্ডাউমেন্ট ফান্ডের অর্থ এর আওতাবহির্ভূত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads