• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

ব্যাংক

ক্ষুদ্র উদ্যোক্তাদের ৫০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০২০

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জান‍ানো হয়, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে এ ঋণ ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পিকেএসএফ ৭৭টি সহযোগী সংস্থার মাধ্যমে ৩৯ হাজার ৫৮০টি মাইক্রোএন্টারপ্রাইজের মধ্যে এ ঋণ বিতরণ করবে।

দেশের প্রায় ৩০ হাজার উদ্যোক্তা প্রতিষ্ঠানকে দেওয়া হবে এই ঋণ, যার ৭০ শতাংশ উদ্যোক্তাই নারী।

এ বিষয়ে এডিবির বাংলাদেশ প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিষ্ট জ্যোৎস্না ভার্মা বলেন, করোনার কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিশেষ করে নারী উদ্যোক্তারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন সে জন্য এ ঋণের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads