• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

সংগৃহীত ছবি

ব্যাংক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

  • প্রকাশিত ২৭ মার্চ ২০২১

২৬ মার্চ মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, দেশের প্রতিটি জায়গায় বাংলাদেশ আর বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিপুরক। অখন্ডভাবে করো সম্পর্কে বলা সম্ভব নয়। বঙ্গবন্ধুই বাংলদেশ এবং বাংলাদেশই বঙ্গবন্ধু। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। এছাড়াও মহাব্যবস্থাপক ওয়াহিদা বেগম, মো. শওকত আলী খান, সালমা বানু, আবুল খায়ের, ইয়াছমিন বেগম, সকল উপ-মহাব্যবস্থাপকসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও রূপালী রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রূপালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads