• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পাখির রঙিন ডিমের রহস্য

সংগৃহীত ছবি

জীব বিজ্ঞান

পাখির রঙিন ডিমের রহস্য

  • তপু রায়হান
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৮

বাড়ির পাশের খেজুর গাছে শালিক পাখির বাসায় হয়তো কখনো উঁকি দিয়ে দেখা হয়নি, দেখা হয়নি বাবলা গাছের কাঁটাময় ডালে ঘুঘু পাখির সংসার। কিন্তু ওইসব পাখির ডিমের খোসা বা ছবি দেখেননি এমন মানুষ গ্রাম কিংবা শহরে বিরলই বলতে হবে। তাই গৃহপালিত পাখি হাঁস বা মুরগির ডিমের সঙ্গে অন্যান্য পাখির ডিমের তফাতটা এক পলকেই বলে দিতে পারেন অনেকে। কিন্তু সবাই কি বলতে পারেন এসব পাখির ডিম রঙিন হয় কেন?

পক্ষীবিশারদরা আগে জানিয়েছিলেন, প্রতিটি পাখির কিছু নিজস্ব বৈশিষ্ট্য তার ডিমের রঙের ওপর প্রভাব ফেলে। একটা সাধারণ মিল থাকলেও প্রজাতিভেদে ডিমের আকার ও রঙে থাকে ভিন্নতা। তবে সম্প্রতি আরেকটি গবেষণা বলছে, পাখির ডিমের রঙের বৈচিত্র্যটি আসলে এসেছে তাদের প্রাগৈতিহাসিক পূর্বপুরুষ ডাইনোসর থেকে। যুক্তরাষ্ট্রের আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি ও ইউনিভার্সিটি অব বন এক যৌথ গবেষণায় উঠে এসেছে এ তথ্য। এ বিষয়ে গবেষক দলের সদস্য জেসমিনা উইয়েমেন্না বলেন, আগের প্রায় ২০০ বছর ধরে চলে আসা ধারণা থেকে এবার পক্ষীবিশারদরা সরে আসবেন।

সায়েন্স ডেইলি অবলম্বনে

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads