• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বাচ্চার নাম ভাবছেন আলিয়া

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট

ইন্টারনেট

বলিউড

বাচ্চার নাম ভাবছেন আলিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ মে ২০১৮

বয়সের দিক থেকে মাত্র পঁচিশ পেরিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। হাতে প্রচুর কাজ। যে কারণে বিয়ের কোনো চিন্তা-ভাবনা আপাতত মাথায় নেই। কিন্তু অদ্ভুত ঘটনা হচ্ছে, এর মধ্যেই সন্তানের নাম ভাবা শুরু করেছেন বলিউডের অন্যতম সফল এই অভিনেত্রী।

খুব অল্প বয়সেই বেশ কয়েকটি বিগ বাজেটের ফিল্ম করে ফেলেছেন। দাপটের সঙ্গে অভিনয় করছেন বড় বড় তারকাদের সঙ্গে। বর্তমানে ব্যস্ত ‘কলঙ্ক’ ও ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং নিয়ে। এরই মধ্যে শেষ করেছেন ‘গলি বয়’ ছবির শুটিংও। তবে এরই মধ্যে মাথায় ঘুরছে অন্য ভাবনা। অনেক বড় বড় মানুষদের সান্নিধ্যে তিনি কি খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠছেন? সামপ্রতিক একটি সাক্ষাৎ‍‌কারে এই প্রশ্নের উত্তরে আলিয়া বললেন, ‘বোধহয় হ্যাঁ। তবে আমার পরিবার কখনো আমাকে বাচ্চা হিসেবে ট্রিট করেনি। আমাদের একে অপরের সম্পর্ক অনেক পরিণত। আর হ্যাঁ, আমি আমার থেকে বড় মানুষের সান্নিধ্যে থাকি। তবে বয়সটা একটা ব্যাপার। আপনার অভিজ্ঞতাই আপনার বয়স ঠিক করে দেয়। সাধারণ ২০ বছর বয়সীদের মতো আমার জীবন নয়। আমি আর পাঁচজন সাধারণের কথা বলছি। প্রত্যেকের জীবনের গল্পটা আলাদা। এই ২৫ বছর বয়সেই আমি সন্তানের নাম নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছি। আমি নিজে ছোট। তবে ছোটদের নাম আমাকে খুব আকর্ষণ করে।’

কেন তিনি ছোটদের নাম নিয়ে ভাবছেন, এই প্রশ্নের উত্তরে ‘রাজি স্টার’ জানান, ‘ছোটদের নাম একেবারে আলাদা। আগে কখনো এগুলো নিয়ে ভাবিনি। তবে সমপ্রতি আমি একটা সুন্দর নামের সন্ধান পেয়েছি আর মনে হয়েছে এটাই নাম হওয়া উচিত। আমার দু-তিনটা নাম বেশ পছন্দ হয়েছে। সেগুলো মাথায় রাখছি।’

ওদিকে বক্স অফিসে ঝড় তুলেছে আলিয়া ভাট এবং বিকাশ কৌশল অভিনীত ‘রাজি’। মেঘনা গুলজার পরিচালিত এই থ্রিলার মুভি দর্শক হূদয় জয় করেছে। প্রথম দিনই ৭.৫৩ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবিটি। সপ্তাহের ছুটিতে শনিবার ‘রাজি’ দেখতে আসা দর্শকদের ভিড়ে উপচে পড়ে প্রেক্ষাগৃহ। শনিবার আরো ১১.৩০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। প্রথম দুদিনের বক্স অফিস সংগ্রহ ১৮.৮৩ কোটি টাকা।

জংলি পিকচার্স এবং ধর্মা প্রোডাকশনের যৌথ প্রযোজনার এই ছবিটি ২০১৮-এর সেরা ওপেনিং পাওয়া হিন্দি ছবির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ‘রাজি’র জুটেছে সমালোচকদের প্রশংসাও। টানটান গল্প, অসাধারণ অভিনয় ও নিখুঁত সম্পাদনার গুণে ‘রাজি’ মন কেড়েছে সবার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads